কাল ঈদ বলে, সবাই আনন্দে আত্মহারা
ত্যাগের মহিমায় এ যেন খুশির নতুন বারতা ।
ঈদ হলো জাগতিক বিলাস, খুশিতে যা পরখ করা
দু:খ-কষ্ট ভুলে, ক্ষণেক উল্লাসে মেতে উঠা ।
ঈদে ব্যস্ত নগর বাসী, বাজার-সদাই নিয়ে
নতুন আমেজে সাজবে সবাই, ঈদের খুশি পেয়ে ।
বাহারি সব কাপড়ের দোকান, সাজিয়ে যত পুতুল
জুতা-স্যাণ্ডেল, প্রসাধনী ভরা নগরীর সব শপিং মল ।
মানের কাছে মূল্য যা হোক, ক্রেতা হয় খুশি
ঈদের এই গরম বাজার চলবে, মধ্য-রাত অবধি ।
অভিজাতের ঈদ মানে স্বপ্ন ছোঁয়া আয়োজন
ঈদের আমেজ-ফুর্তি নিয়ে করে কত দেশ ভ্রমণ ।
‘সিঙ্গাপুর বাজারে’ গিয়ে ঈদের যত কেনাকাটা
ঈদ শেষে আনন্দতে আবার বিদেশ পানে ছুটে চলা ।
ঈদের শপিং লক্ষ টাকা, যদি হয় একজনের
অঢেল টাকা, চিন্তা কিসের যে ঈদ ধনীদের ।
কাল ঈদ বলে, নতুন আঙ্গিকে সাজানো ঈদগাহ
যেখানে মুসলিম এক হয়ে, পড়বে ঈদের নামাজ ।
ধনী-গরীব নেই বাঁধা, ঈদগাহের ওই জামাতে
বছর ঘিরে দুটি ঈদে, মুসলিম মিল্লাত এক হয়ে ।
কাল ঈদ বলে, প্রিয় আর প্রিয়তমা মিলে
ঘুরবে ইচ্ছে মত কোথাও, ভালবাসার ছলে।
পরিবার-পরিজনও যাবে, কোন বিনোদনে
রকমারি পোষাকে, দারুণ এক খোশ মেজাজে ।
কাল ঈদ বলে, শুধু গরীবের নেই কোন আয়োজন
তাদের কাছে ঈদ হলো, নিত্য দিনের একই জীবন ।।