ষড়ঋতুর মধ্যে বাস, শান্তি সুখে বারো মাস
সবুজের পাক পাকালি, পাখির কিচির, বিলের মাছ
শীতের পিঠা বড় মিঠা, আষাঢ়ে খই পাব কই
যৌথ পরিবার সুখের ঠিকানা, হারিয়ে ফেলেছি সবই
ব্যথিত হ্নদয় সব হারিয়ে, মোরা ভালো নেই ।

নদীতে ক্ষরা, হঠাৎ বন্যা, প্রকৃতির এই নিষ্ঠুরতা
বনভূমি কেটে ভারসাম্য নষ্ট, মানুষের একি উদাসীনতা
যান্ত্রিক ধোয়ায় বায়ু দূষণ, কারখানার বর্জ্যে পানি
অধিক গরম অসময় বৃষ্টি, অকালে যত রোগের সৃষ্টি
বৈরী-বিষাক্ত আবহাওয়ায়, মানুষ ভালো নেই ।

পাল্লা দিয়ে গড়ছে ধনী শহর-নগর, অট্টালিকা
সরকার যে আসুক-নামুক স্বার্থ নিতে একট্রা
পল্লী গ্রাম গোল্লায় যাক যেথায় সব মূর্খের বাস
মূর্খ হলেও উৎপাদনে তাদের আছে ইতিহাস
মানুষের এই বিভেদে, কেউ ভালো নেই ।

মানুষে মানুষে হিংসা লেগে, বিপন্ন হলো মানবতা
বিপদে কেউ আসেনা এগিয়ে, দুরে দাঁড়িয়ে করে মজা
প্রতিবাাদ এখন চুপসে গিয়ে, বেড়ে গেছে অত্যাচারী
আমলা-নেতা এক হয়ে, করে কাঙালের ধন চুরি
মানবতা নেই, তাই সমাজ ভালো নেই ।

জনগনের টাকায় চলে, দেশের সকল প্রশাসন
সেবা দিবে, শান্তি দিবে, গড়ে তুলতে সুশাসন
শপথ নিয়ে দায়িত্বে বসে, করে নিজের স্বার্থ উদ্ধার
এদের কাছে সেবা হলো, অর্থনীতির কারবার
দায়িত্বশীলের অবহেলায়, দেশ ভালো নেই ।

পারমানবিক-রাসায়নিক পরাশক্তির এই বিধ্বংসী নেশা
ধবংস হতে বাকি নেই, যদি না থামে মরণ খেলা
ক্ষমতাবান দেশ গুলো, আধিপত্য নিয়ে করে রঙ্গ
বারণ শোনেনা, ঠেকাতে পারেনা, নাম সর্বস্ব জাতিসংঘ
ভয়াবহ অশান্ত পৃথিবী, কোথাও শান্তি নেই  ।।