দুষ্টের দমন সৃষ্টের লালন, আইনের এই প্রবাদ কথা
মিল নেই তার কাজের সাথে, আসলে সব কথার কথা
বিচার মানুষের প্রাপ্য অধিকার, সেটাও কেবল পুস্তকে
আসল ব্যাপার টাকার সাথে, কখনও রাজা-মন্ত্রীর ইঙ্গিতে ।
আইনজীবী পেশা মহৎ ছিল, একদা সেই যুগের সময়
আজকে সেখানে অসত্যের গন্ধ, নানা হয়রানির জন্ম হয়
ন্যায় সত্য প্রতিষ্ঠা করা, যে আইনজীবীদের দায়িত্ব
দুষ্ট রাজনীতির কবলে পড়ে তারা দলাদলিতে বিভক্ত
ফরিয়াদী যে হারুক-জিতুক, মামলাটি হয়না শেষ তার
মাস-বছর-যুগ চলে যায়, তবুও পায় না বিচারের রায় ।
পবিত্র আদালত দুর্নীতি গ্রস্ত, বিচারকদের লোভে সবি নষ্ট
নাজির-পেশকার-পিয়ন, সবাই ব্যস্ত টাকার জন্য
কখনও মামলার রায় কেনা হয়, খুব গোপনে-সতার্কতায়
অসাধু এই লেনদেন চলে, পেশকার-মুহুরীর মধ্যস্থতায়
আদালতের এই নোংরা খেলায়, আস্থা কি আর থাকে বলো
দন্ডিতের সাথে দন্ডদাতা ও যেন, সমান কাতারে নেমে এলো
কোর্ট-কাচারীতে পাষাণে ভরা, ইট-পাথরও আছে হাঁ করে
থাকতো যদি তাদেরও জবান, তারাও নিত অর্থ লুটে ।
সেবা নাকি পুলিশের ধর্ম, আবার বন্ধু নাকি জনতার
পুলিশ জনতা-জনতাই পুলিশ, সবই লাগে হাস্যকর
আসলে সব চালাকি তাদের, মানুষ বশে আনার কৌশল
বোকা জনগণ না বুঝে কিছু, ধোঁকা খেয়ে হয় নাজেহাল
নিরাপদ ভেবে ভরসা নিয়ে, থানায় দৌড়ে যত অসহায়
গিয়ে দেখে ভাই শুধু টাকা চায়, নানা কাহিনী-ভণিতায়
মামলা করা, আসামী ধরা, চূড়ান্ত রিপোর্টেও কত টাকা
এত দিয়েও হয়রানি তাদের, মামলাকে করে কাঁটা ছেড়া
পুলিশের টাকা হুকুমে আসে, চলেনা যেখানে অজুহাত
লাখ চেয়ে বিশ হাজার, তাই পেয়ে খুশি হাতে নগদ
নিরপরাধ যত ব্যক্তি ধরে, মিথ্যা মামলায় জেলে নেয়
এদের কারণে অপরাধীরা, পর্দার আড়ালেই রয়ে যায়
চোরকে বলে সরে থাকবি, অভিযান হবে তোর ঘরে
আবার বাদীকেও শান্ত করে, চোরকে পেলে দিব জেলে
এই চালাকিতে অর্থ বেশি, দুই পক্ষ নাচিয়ে বাজিমাত
তা’না হলে বাড়ী-গাড়ি, সুখের জীবনটাই যে বরবাদ
সাজানো মামলায় আসামী এক, ষোলটি বছর করে পার
থানা-কোর্টের ছ্যাঁচা খেয়ে তার, জীবনটা হল অর্ধেক সার
তদন্ত ছাড়া মিথ্যা বিচার, ইনছাফ নয় এটা শুধু তামাশা
তামাশার রাজ্যে এরা হল রাজা, করেনা আইনের তোয়াক্কা ।
ন্যায় সত্য আজ উঠে গেছে তাই, বিচারের বাণী কাঁদে
বিচারহীনতার ভয়ে মানুষ, এখন আদালত এড়িয়ে চলে
আইন প্রয়োগে-বিচারে, দুইয়ে যদি হয় যথাযথ ব্যবহার
সমাজে আসবে শৃঙ্খলা ফিরে, কেউ হবেনা হয়রানি আর
পূর্ব জামানার রাষ্ট্রনীতি ছিল, ন্যায়-সত্য আর আদর্শে ভরা
আজকে দেশের সরকার-সংস্থা, দুইয়েই চায় শোষন করা
শোষনহীন ন্যায়ের সমাজ, যে অঙ্গীকার ছিল মুক্তিযুদ্ধের
পঞ্চাশ বছরেও হয়নি বাস্তবায়ন, স্বাধীনতার সেই অঙ্গীকার ।।