আধুনিক যুগ মেতে উঠেছে, বিজ্ঞান-প্রযুক্তি নিয়ে
চাওয়া না চাওয়ার অনেক কিছুই যুক্ত হয়েছে তাতে
নিউটনের সূত্র ধরে, পঞ্চাশ বছর আগে
মার্কিন তিন নভোচারী, দেখিয়ে দিল বিশ্বকে
বিজ্ঞান পারে সব, অসম্ভব নেই কিছুতে ।
যুগের পর যুগ ধরে, বিজ্ঞান সাধনা করে
গড়েছে অবাক পৃথিবী, আজকের আয়োজনে
কল্পনায় ও আসেনা যা, আকাঙ্ক্ষার ও বেশি
বিজ্ঞানীদের পরিশ্রমে তা, মিলেছে আজি সবি ।
আল-জাবর, ইবনে সিনা, আইনস্টাইনের সূত্র ধরে
চলছে সকল গবেষণা, নিত্য নতুন আবিস্কারে
আর্কিমিডিস, এডিসন, জগদীশ বসুদের লব্ধ জ্ঞান
মানব-জীবে দিয়েছে স্বস্তি, সভ্যতায় নতুন প্রাণ ।
চন্দ্র বিজয়ের পঞ্চাশে, বিজ্ঞান এখন চরম শিখরে
পৃথিবীর মত আরেক জগৎ, গড়তে তারা মঙ্গল গ্রহে
অজানা জগৎ, সৌর মণ্ডল, ভূ-গর্ভের যত তথ্য
রবেনা লুকানো, করে উন্মুক্ত, বিজ্ঞান আছে সদা ব্যস্ত ।
আমেরিকা-রাশিয়ার পথ ধরে, চীন-ইন্ডিয়াও সমান তালে
পাল্লা দিয়ে খেলছে তারা, প্রযুক্তির নানা ছলে
বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায়, আমার দেশের বিজ্ঞানীরা
আছে উদ্গ্রীব, সদা জাগ্রত, ক্ষেত্র পেলে দেখাবে তারা
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ , দিয়েছে মোদের নতুন দিশা
সৃষ্টি সম্ভাবনার দ্বার খুলে, নব দিগন্তে ছুটে চলা
তথ্য থাকবে হাতের মুঠোয়, দুনিয়াকে নিয়ে লুটে
বাঙালীরা ও পারে প্রমাণ দিতে, ‘বঙ্গবন্ধু’ মহাকাশে
স্যাটেলাইট বিশ্বে ইতিহাস গড়ে, বাংলাদেশ যাচ্ছে এগিয়ে
এই দেশ হবে সোনার বাংলা, বিজ্ঞান-প্রযুক্তিকে নিয়ে ।।