খলিফা হজরত ওমর আদর্শ সব রাষ্ট্রের
ন্যায় বিচার, সেবায় ছিলেন অনন্য নজির
চার শর্তে দিতেন তিনি সরকারি চাকরি
যা পালনে নিয়ম ছিলো, অতি কড়াকড়ি ।
প্রথমটি ছিলো, দামি তুর্কি ঘোড়ায় না চড়া
দ্বিতীয়টি, পাতে নরম রুটি না খাওয়া
তৃতীয় নিষেধ ছিলো, রেশমী কাপড় পরিধানে
চতুর্থ, দরজার সমনে যেনো দারোয়ান না থাকে
করতো চাকরি যারা এই শর্ত গুলো মেনে
কঠিন শাস্তি ছিলো, এর ব্যত্যয় ঘটিলে
ছদ্মবেশে ঘুরতেন, তিনি তার এলাকাতে
পেলে অনিয়ম, ব্যবস্থা সাথে সাথে ।
প্রতি হজ্বের মৌসুমে কাবা ঘর প্রাঙ্গণে
ভুক্তভুগীরা করতো অভিযোগ তার সম্মুখে
শাসকও পেতো না রেহাই, খলিফার বিচারে
ফরিয়াদির বেত্রাঘাত, কখনো শাসকের পিঠে
জবাবদিহি কাকে বলে, দেখিয়েছিলেন তিনি
বিশ্ব শাসকদের কাছে, যিনি কিংবদন্তি ।
শাসক নয়, সেবক হয়ে করেছেন সেবা
রাজনীতির ইতিহাসে, যেটা বিরল ঘটনা
ধরায় ছিলেন শ্রেষ্ঠ শাসক, নবীজীর পরে
খেলাফতে রাশেদা, সেই ইতিহাস বলে ।।