মাটি দ্বারা সৃষ্টি, মাটিতে দাহ
প্রকৃতির এই নির্মম সত্য
জেনেও উপলব্ধি আসেনা মনে
অথচ একদিন চলে যেতে হবে
শুধু সময়ের ব্যবধানে
একাকী, ওই নির্জন গহীনে ।
বহু শতাব্দী ধরে, এই মাটির নিচে
কত মানুষ আছে ঘুমিয়ে
তার হিসাব নেই কারো কাছে
বাপ-দাদা সেই যে গেছে
আর ফেরেনি, ফিরবেও না কোন কালে
এটাই নিয়ম পৃথিবীতে ।
তবুও কেউ মাটির উপর দাঁড়িয়ে
করছে দম্ভ-অহংকার !
ক্ষমতার বাহাদুরি আর
অবৈধ টাকার পাহাড় !
যেন সব তাদের
দাপটে চারিদিকে অন্ধকার !
এই বিশাল পৃথিবীর
বহু ঘটনার সাক্ষী হয়েও মাটি
করে না চিৎকার !
এমনকি এত হাহাকার,
কান্না শুনেও নির্বিকার !
মাটি জানে, একদিন ফিরবে আবার ।।