নিজে দেখেছি, আজও ভাসে চোখে
হাজার জনতার সম্মুখে
পবিত্র কোরআন হাতে নাচিয়ে
কত দম্ভ-অহংকার দেখালে ।
লাল দীঘির ওই মাহফিলে সেদিন
অতি উচ্চে, হুংকার ছেড়ে
গর্ব করে বলল, ক্ষমতায়
আসবেনা ওরা, পঞ্চাশ বছরে ।
যিনি করেন কোরআনের তফসির
তিনি কি করে হন, এত অহমি
দেখে ভীষণ অবাক হয়েছি !
এরা শোনায় আবার ধর্মের কাহিনী !
ক্ষমতার মালিক, মহান আল্লাহ
কে থাকবে-যাবে, কেউ জানেনা
মানুষ হচ্ছে, উপলক্ষ মাত্র
সবই সেই এক বিধাতার খেলা ।
গুনতে হয়নি, পাঁচটি বছরও
তারাই আবার ক্ষমতায় এলো
দম্ভ-অহংকারের পতন ঘটিয়ে
দন্ডমুন্ডের কর্তা হলো ।
লক্ষ কর্মী যার, ইসলামি সেনা
কিছু হলে নাকি, হবে কারবালা
দিত এমন হুমকি-ধামকি প্রতি নিয়ত
আজ কোথায় গেলো, সেই লক্ষ ভক্ত ।
শুধু নাকি আল্লামা নয়, জগত শ্রেষ্ঠ অলি
কখনো বানিয়ে, কাবার ইমাম
সেই মিথ্যা ছড়ালো, দুনিয়া ব্যাপী
এত নাটকেও তাকে মুক্ত করতে পারেনি ।
পরে চাঁদের গুজবে, প্রাণ গেলো তাঁর কর্মীর
তবুও কিছু হলো না, রাজকর্তার
শুধু কোরআনের অপব্যাখ্যা করে আজ তিনি
নিজেই আল্লাহর গজবের স্বীকার ।।