রাজ্যটি ছিল পরাধীন, করলো যারা স্বাধীন
তাদের ইচ্ছা-স্বপ্ন গুলো, করছি দাফন প্রতিদিন ।
পিওন যদি হয় কোটিপতি, বাড়ি-গাড়ির মালিক
কর্মকর্তার আছে হিসাব ছাড়া, দেশে-বিদেশে অধিক
দশ হাজার ঋণের দায়ে কৃষক বেঁধে জেলে নেয়
শত কোটির ঋণ খেলাপি জামাই আদরেই রয়ে যায় !
শেয়ার বাজারে হরি লুট, কি হলো বিচার তার ?
ব্যাংক গুলোও দেউলিয়া, জবাব নেই সরকারের
এর চেয়ে বরং দাশ খত লিখে দাও ওদের
ওরাই শুধু মালিক দেশের, বাঁচুক হাজার বছর !
অত্যাচারী শাসক আর লুটের দল মিলে
এক হয়ে স্বর্গ রাজ্যে, দুর্নীতি জিন্দাবাদ দিয়ে
নিক সব লুটে, তবুও নিয়ো না ওদের নাম
তাহলে যে খুন-গুম ! যেটা এখন সহজ কাম !
এমন হিসাব চলছে দেশে, বিশেষজ্ঞের মতে
এতিম সরকার, আমলা রাজা, গতি নেই কোন খানে
ঘুষ-দুর্নীতির স্বর্গ রাজ্য, এখন বাংলাদেশের জমিনে
চলুক না তারা ইচ্ছে মত, আমিন বলি সকলে !!