গণ প্রজাতন্ত্রী, আমলা চালায় মন্ত্রী
এত রক্ত দিয়েও জনগণ
এখনও রয়ে গেলো, প্রজা
আসলে দেশের আমলা-ই রাজা !
দেখাতো স্বপ্ন, নেতা-জী আমায়
ভেবনা তোমরা অসহায়
রবে না বেশি দিন দুঃখ-কষ্ট
সব মিটে যাবে, পেয়ে স্বাধীন রাষ্ট্র ।
সত্যি পেয়েছি, রাষ্ট্র নামের মানচিত্র
যার রন্ধ্রে রন্ধ্রে শাসক নামে ভদ্র
বেশ ধারী সেবক, চুষে খায় মানুষের রক্ত
নির্বিচারে লুটে যায়, দেশের অর্থ
গড়ে বিদেশে, বেগম পাড়া
এটাই স্বাধীনতার পঞ্চাশের সফলতা ।
বড় হতভাগা, মোরা বাংলাদেশী
আজ চাকরের হাতে, মনিবের ছড়ি
গুটি কয়েক আমলা মিলে
গিলে খাচ্ছে, কোটি মানুষের কড়ি
চুনোপুঁটির বিচার, অহরহ দেখি
অথচ আমলারা হয়না, কোথাও দোষী ।
নেতা গুলো ও বড্ড বোকা
আমলার বুদ্ধিতে, খেয়ে ধোঁকা
প্রকল্পে দুর্নীতি, যে কোটি কোটি
আসল মজা সেই লুটে, নেতা কারাবন্ধি
নেতা আসে-যায়, সময়ের ব্যবধানে
আমলা কিন্তু রয়ে যায়, তারই আসনে । ।