ভয়ংকর ফেতনায় আখেরি উম্মত
নানা দল, উপদলে বিভক্ত সব
নেই ঐক্য, খোঁজে একে অন্যের দোষ
দিগ্বিজয়ী মুসলিম, আজ আফসোস !
মহানবী (স:) করে গেছেন ভবিষ্যৎ বাণী
সাবধান হও উম্মত এখনি !
শেষ জামানায় হবে তিয়াত্তরটি মতবাদ
পাবে মুক্তি কেবল আহলে সুন্নাত অল জামাত ।
জান্নাতের টিকিট যেটা অতি অমূল্য
পেয়েছিল সেদিন যারা নবীজীর সান্নিধ্য
একাকার হয়ে তারা ইসলামের তরে
দিয়েছিল জীবন-সম্পদ সব কিছু বিলিয়ে
পেয়েছিল উপহার রাদিয়াল্লাহু আনহু
যেটা দিয়েছিল আল্লাহ জাল্লা শানহু ।
ইসলামের খেদমতে অলি আল্লাহ গন
নির্দ্বিধায় করেছিল তাঁদের জীবন অনুসরণ
তারাও আজ অমর, এই বিশ্ব মাঝারে
কোরআনে খুশির বার্তা তাদেরও তরে ।
আমরা আছি খেয়ালে, যে যার মত
এটা নয় ইসলাম, বিভ্রান্তি যত
উলিল আমর নিয়ে নানা অভিমত
কোরআনের হুকুম এটি মানে না উম্মত ।
যাচাই-বাছাই করে নিয়ো প্রিয় সাথী টাকে
যার সাথে উঠতে হবে ভয়ংকর কেয়ামতে ।।