তওবা আস্তাগ্ ফিরুল্লাহ, গুনাহ মাপের এই দোয়া
পড়ে যেজন সাথে সাথে, পাপ কার্য হলে পরে
কভু আর হবেনা এ কাজ, এই পণ করে মন থেকে
মা’বুদ আল্লাহর অসীম দয়া, নিশ্চয় তিনি করবে ক্ষমা
মুমিন বান্দা কখনও তাই, না করে দেরি পড়ে তওবা
তওবাতে হয় আল্লাহ খুশি, বান্দা পায় তার ক্ষমা
মানুষ আল্লাহর সেরা সৃষ্টি, মুসলিম তাঁর করুণা
মুমিন বান্দা আল্লাহর প্রিয়, লজ্জিত থাকে পাপ করা
তওবা ইস্তেগফার, এটা উত্তম আমল, মুমিনের বৈশিষ্ট্য
মুমিন-মুসলিম এই আমলে, পায় আল্লাহর নৈকট্য ।।