গায়ে গায়ে ঠাসা ঘর, নির্মাণে সমাহার, আজব ঢাকা শহর
নেই ফুরসত কোথাও এতটুকু, বাতাস বের হওয়ার।
ঢাকা নামের দুটি অক্ষর, দুটি ভাগ; জনগণের ভীষণ চাপ
পাবেনা কোন ফাঁকা, সব ইমারতে ঢাকা; জমির দাম বাপরে বাপ!
কোন নগর পরিকল্পনাবিদ-বিশেষজ্ঞর মতে তৈরি হয়নি এ নগর
তাই ইচ্ছে মত ঠেলে তুলেছে ইমারত, এভাবে চলছে ঢাকা শহর।
রাজউক, সিটি কর্পোরেশন, গনপূর্ত সব তুচ্ছ এদের কাছে
কারণ টাকায় বিক্রি হলে, তাদের মূল্য থাকে কিসে।
খাল গুলিও বেদখল, কি-যে মরণ দশায় নেমে গেছে
অসৎ এর কাছে মরণ ! তাই হয়তো হবে অবশেষ।
পাপী মরে সাত ঘর নিয়ে, প্রবাদের কথা মিথ্যে নয়
নিশ্চুপ-নিষ্ক্রয়তায় সাধারণ মানুষের জীবন ক্ষয়।
তবুও শত ঝুঁকিতে ঢাকা তে থাকা, প্রয়োজন চাকরিটা
একটু মোটা টাকা, যা দিয়ে পরিবার-পরিজন সুখে রাখা।
ঢাকার জীবন অতি কষ্টের, যদি না থাকে পর্যাপ্ত টাকা
নিম্নবিত্তের ঢাকা; স্বপ্ন দেখে, শুয়ে বসে জীবন ফাঁকা।
অতিষ্ঠ জন জীবন, ব্যস্ত দিনের কাজ, সন্ধ্যায় ফিরে বাসা
কি যে যন্ত্রনা, দম বন্ধ হয়ে আসে, যানজটে ঘণ্টার পর ঘণ্টা।
সূর্য যে কখন ওঠে কখন নামে, দেখা মেলেনি বহু বছর
মেঘের খেলা-রঙধনু, কোথায় পাবো, এ যে ঢাকা শহর।
কত গাড়ি কত মানুষ, বেসামাল ট্রাফিক নিজে মানে না সিগন্যাল
যার মাথার উপর লাল-সবুজ বাতি, সেদিকে নেই তার খেয়াল।
অদ্ভুত ঢাকা শহর, যেখানে ফুট পথ দখলে হকার বাণিজ্য করে
ম্যাজিষ্ট্রেটের লোক দেখানো অভিযানে, পুলিশের পকেট ভরে।
ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা, আছে এমনি আরও কত শ্লোগান
কাজে কর্মে লবডঙ্গ, চলে দুই সিটি মেয়রের মাষ্টার গ্লান।
অপরিচ্ছন্ন ময়লার ড্রেন-খালে, জন্মে যত এডিস্ মশা
যাদের কবলে শত প্রাণ গেলো, যেটা কর্তৃপক্ষের অবহেলা।
একটু বৃষ্টি হলেই রাস্তা গুলো, যেন নদী-খাল হয়ে ভরে
তাই নদীর নৌকা রাস্তায় ভাসে, আজব ঢাকা শহরে।
বর্ষার দিনে গ্রামের মানুষ, ঢাকার অবস্থা দেখে হাসে
গ্রামে ও এখন থাকেনা কাঁদা, যা ঢাকার রাস্তায় জমে থাকে।
রাজধানীর বদৌলতে কত কাজে ঢাকায় ছোটে, অসংখ্য মানুষ
এসে যত ভোগান্তি, কাজে-কর্মে বিভ্রান্তি, হয়ে যায় বেহুঁশ।
ইট-পাথরের শক্ত মন, হৃদয়হীন ব্যবহার, বিনিময় যা চান
চেনে শুধু টাকা, দিতে হবে গোপনে, তবেই পাবে সমাধান।
ভূমিকম্পের হিসাব ধরে, ঢাকা এখন মহা ঝুঁকিতে
ভূমিকম্প রোধক বাড়ী নির্মাণ, করতে হবে জীবন বাঁচাতে।
নয়তো সুনামি হলে ঢাকা ঝরে যাবে, রক্ষা পাবেনা কেউ
তাই সময় থাকতে ব্যবস্থা নিতে, নইলে গ্রামে কোথাও।
‘আমার গ্রাম-আমার শহর’, যদি হয় সত্যিকার বাস্তবায়ন
তবে ভিড়বে না মানুষ আজব শহরে, গ্রামেই হবে ভাগ্যন্নয়ন।
ঢাকা হলো মহানগর, রাজধানী দেশের, মডেল যত শহরের
সেই ঢাকার অবস্থা এরূপ হলে, কেমন হবে অন্য শহর।
এমনি শত সমস্যার জালে, জড়িয়ে আছে প্রধান নগর
বললে মান যাবে! ভুলে গেছি; এ যে মোদের রাজধানী শহর ।।