“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।”
যার প্রতিটি চরণে আছে
দেশ প্রেমে উজ্জীবিত এক মন্ত্র বাণী
যাতে পাই প্রেরণা শক্তি
গানটি সেই ছোট্ট থেকে গেয়ে গেয়ে বড় হয়েছি
যেটা কবি গুরুর অসামান্য সৃষ্টি  
সোনার বাংলা, তোমায় ভালোবাসি ।

দেশটি স্বাধীনের তিপ্পান্ন বছর পরেও ওরা স্বাধীনতা বিরোধী
নানা ছলে করছে বাঙালিতে বিভক্তি !
যেভাবে করেছিল একাত্তর পূর্ববর্তী
তখনও ধর্মের দোহাই দিয়ে করত পাকিস্তানি দালালি
আসলে বাংলাদেশ রাষ্ট্রটি যারা কখনই চায়নি
তাদের কাছে প্রত্যাশা কি ?
খোঁড়া যুক্তিতে জাতীয় সংগীত বদলানোর দাবী,
রাজাকার পুত্রের এমন উদ্যত উক্তি
শুনে একটুও বিস্মিত হইনি
কারণ আমরা যে এখনো সেই রয়ে গেছি !

আজও সর্বোচ্চ বিদ্যাপীঠে শুনি ‘রাজাকার’ ধ্বনি !
যেন গর্ভে ওদের মুখশ্রী !
অথচ যারা এক সশস্ত্র যুদ্ধে নয় মাস লড়ে
বুকের তাজা রক্ত দিয়ে
কেউ জীবন বাজী রেখে যুদ্ধ করে
স্বাধীন করল দেশটি
আজ তাদেরকেই শুনতে হয়, নানা রকম গালি !
এটাই কি আত্ম-ত্যাগের প্রাপ্তি ?
বড় অকৃতজ্ঞ বাংলাদেশি !
আপসোস, একদিন দেখতে পাবে তুমি
এই বেয়াদবদেরই উত্তর সূরী
অনুরূপ করবে, এদের চরম গালাগালি !!