ছোট্ট সোনা বায়না ধরে
খায় না সকাল সাজে
দিতে হবে খেলনা ঘোড়া
বাজার থেকে এনে ।

বলছি দুপুরের মধ্যে দিব
এনে শখের ঘোড়া
এখন তুমি খাও না খানা
আর করো না বাহানা ।

তবুও সে নাছোড় বান্দা
বায়না থেকে সরে না
অবশেষে চলল বাবা
কিনতে শখের ঘোড়া।

প্রিয় সেই খেলনা পেয়ে
বেজায় খুশি হয়ে
বলল সে বাবাকে জড়িয়ে
এবার দাও খানা খাইয়ে ।।