বিদ্যা, ক্ষমতা, সম্পদ সব আল্লা’র দান
পেয়ে জগতে, তাদের কেউ হয়েছে মহান ।
এক সাথে আসেনি, কারো জীবনে
একটি হোক দুটি, তা ও অনেক কষ্টে ।
তিনটিই পেয়েছিল নবী সোলায়মান (আ:)
করেছিলেন মহান আল্লাহ তাকে সব গুলি দান ।
একদা আল্লাহ তা'লা সোলায়মানকে ডাকি
বলল, সম্মুখে তোমার পেয়ালা তিনটি ।
নিতে হবে একটি, ভেবে দেখো তুমি
মহা মূল্যবান, তোমার কাছে কোনটি ।
সোলায়মান আল্লা’র প্রিয় জ্ঞানীদের একজন
জানতো সে কোনটি বেশি প্রয়োজন ।
তাই সে আল্লাহকে বলল, দিয়ো জ্ঞান আমাকে
যা অতি মূল্যবান, আমার ক্ষুদ্র দৃষ্টিতে ।
পুনরায় শুধালো তাকে, হে সোলায়মান
সম্পদ, ক্ষমতা রেখে কেন চাও জ্ঞান ?
জবাবে সবিনয়ে, নবী সোলায়মান
সম্পদ-ক্ষমতা থেকে, যে জ্ঞানই উত্তম ।
নিই যদি সম্পদ, তা রক্ষণাবেক্ষণে
লাগবে জ্ঞান. নইলে সম্পদ বিফলে ।
ক্ষমতার ক্ষেত্রেও তার সঠিক ব্যবহারে
জ্ঞানের শক্তি ছাড়া, ক্ষমতা ও যায় যে ।
জ্ঞানই সেরা. নয় সম্পদ-ক্ষমতা
তাই চেয়েছি জ্ঞান, যেটা আমার ইচ্ছা ।
এ কথাতে মহান আল্লাহ, মহা খুশি হয়ে
দিলেন তিনটিই মহা মূল্যবান নেয়ামত তাকে ।
জ্ঞানের মত কিছু দামি, নেই পৃথিবীতে
মানুষ শ্রেষ্ঠ জীব, তা ও জ্ঞানের সুবাদে ।
থাকে যদি এই মহা শক্তি কোন ব্যক্তির কাছে
সম্পদ-ক্ষমতা দৌড়বে তার এমনিতে পিছে ।।