সভ্য সমাজে, অসভ্য সুশীল নামধারী
নিরন্তর ভদ্রতার আড়ালে করতো বদমায়েশি
কালো টাকার গরমে, তোয়াক্কা না করে কিছু
আইন-আদালত ও সাময়িক চলে তার পিছু
সুশীল সমাজের মানুষ বলে, প্রশংসিত
রাষ্ট্র-সমাজ সবাই, করেছে পুরস্কৃত ।
মানুষের স্বভাব বিচিত্র, রহস্যে ঘেরা
সাদা পোশাকের ভিতরে, কুৎসিত আত্মা
নফসের ক্ষুধা মেটাতে, চরম দিশেহারা
কামুক মনোবৃত্তি চরিতার্থে, ব্যস্ত সর্বদা
আপন মননে পোষা, সেই চরম লালসা
মেটাতে উদগ্রীব, সুশীল নামের বর্বরটা ।
আইনের পবিত্র শপথ পড়েছে, অন্তরে না
সেবক হয়েও করেছে প্রভুত্ব, আম-জনতা
অর্থ লোভে, ন্যায়ের পোশাকে করেছে কত অন্যায়
গিয়েছে ধামাচাপা পড়ে, আসেনি পত্রিকা পাতায়
পরকীয়ায় মেতে করেছে খুন, স্বীয় স্ত্রীকে !
তারপরও বহাল তবিয়তে প্রশাসনিক চেয়ারে ।
অবশেষে নিজের পাতানো জালে, নিজেই কুপোকাত
দেখালে কত ভণিতা, যেন দুধে ধোয়া নিষ্পাপ
প্রকৃতির বিচার বড় ভয়াবহ, রুঢ়-অভিশাপ
মানবিক বিশ্বে তুমি, মেতেছিলে যার বিপরীত
সময় শেষে তাঁর নির্দয়-কঠিন দণ্ড পেতে
তৈরি থেকো, অদেখা নিয়তির নিষ্ঠুর বিচারে ।।