শিক্ষা-দীক্ষা নাই কিছু তার
কোন উপায় আর না পেয়ে
মহাজন থেকে ভাড়া নিয়ে
রিকশা চালায় রাজপথে।

পরের হিতে ঘাম ঝরিয়ে
রোদ-বৃষ্টি-ঝড় মাথায় নিয়ে
নিদারুণ কষ্টে দিনটি চলে
শুধু একটু রুজির সন্ধানে।

ছোট কাজ বলে, পায়না দাম
সমাজ, রাষ্ট্র কোন খানে
কত অবহেলায় দিন চলে তার
খবর রাখেনা, কেউ তাদের।

কেউবা সমিতি থেকে ঋণ নিয়ে
কিনে একটি রিকশা
সাপ্তাহিক তার কিস্তি দিতে
হয়ে যায় দিশেহারা।

রাস্তায় থাকে চাঁদাবাজ-পুলিশ
যারা হল, বড় বাটপার
‘মাসিক’ নামে দিতে হয় তাদের
নইলে সামলায় কে তার।

দুনিয়ার মজদুর, এক হও সব
কত শ্লোগান, মে’ দিবসের
রিকশা টেনে, জীবন শেষ
তবু পরিবর্তন নেই ভাগ্যের ।।