এলো আবার ফিরে মাহে রমজান
খুশিতে আত্মহারা বিশ্ব মুসলমান ।
রহমত, মাগফিরাত আছে শেষে ক্ষমা
পবিত্র এই মাসে মালিক রাব্বানা
দিয়েছে বিলিয়ে তাঁর অপার করুণা
মাহে রমজান, বান্দার নাজাতের উছিলা ।
বিশুদ্ধ মন আর পরিশুদ্ধ আত্মা গঠনে
মাহে রমজানের ভূমিকা সর্বাগ্রে
আত্মশুদ্ধির অপর নাম মাহে রমজান
বছরের এই মাসটি আল্লাহর অশেষ দান ।
মহান প্রভু তার প্রিয় বান্দাদের জন্য
এই মাসে দিয়েছে বিলিয়ে বরকত অসংখ্য
বান্দা যে যেমন করে তার প্রভুর স্মরণ
দয়া, অনুগ্রহ পায়, তাঁর প্রিয় মুমিন গন ।
রমজানুল মোবারক, তোমাকেই স্বাগতম
অশেষ নেয়ামত তুমি, মাসে সর্বোত্তম ।