দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি
বৈষম্যে আকাশ ছোঁয়া গরীব-ধনী ।
নেতা-নেত্রী যুদ্ধে দেউলিয়া রাজনীতি
নেই প্রতিবাদ, শুধু দাদা গিরি ।
তাই যে যার কর্ম থেকে
যদি পারি, প্রিয় দেশটিকে নিয়ে ।
একটু ভাবি আর করি
প্রতিবাদ অথবা লেখালেখি ।
হবে না কিছুই হয়তো এতে
তবুও প্রতিবাদ করতে হবে ।
অবস্থান অনুযায়ী যা পারি
নইলে বিবেক হবে অপরাধী ।
কেউ বলবে, এটা বাড়াবাড়ি
জাহাজের খবরে আদার ব্যাপারী
লাভ নেই, কেবল পাগলামি
বলতে পারে, তবে এটা হীন মানুষী ।
প্রতিবাদ যতটুকু পারি এ ছাড়া
পরিবতর্নের আশা বৃথা ।
গা বাঁচিয়ে যতই চলি
হবে স্বীকার একদিন নিজে ।
শুধু কি আসা-যাওয়া জীবন
কেউ কি নেই, জগতে আপন ।
সেই আপনদের জন্য হলেও
সুন্দর পৃথিবী গড়ে যেয়ো ।
যদি এতটুকু ও দায়বদ্ধতা না থাকে
তবে বৃথা মানুষ তুমি, জন্মটা মিছে ।।