গণ-প্রজা-তন্ত্রী, বাংলাদেশ সরকার
যেখানে ব্যক্তি নয়, সকল জনগণ অংশীদার ।
বেসরকারিতে ব্যক্তি, এক বা একাধিক
অংশীদারে কেবল তারাই মালিক ।
হলে সরকারি, ভুলে যায় জনগণ মালিক
যদিও পায় মোটা অঙ্কের বেতন মাসিক ।
জানেও কোথা থেকে যোগায় এ অর্থ সরকার
তবুও জনগণের প্রতি নেই আনুগত্য তাদের ।
বেসরকারিতে সব দায়বদ্ধতা চাকরের
হলে সামান্য ত্রুটি, তাতেই জবাবদিহি তাদের ।
থাকে আনুগত্য-ভয়, যেন চাকরিটা না যায়
কাজের মধ্য দিয়ে করে মালিকের মন জয় ।
জগদ্দল পাথর নামের জনগণের সরকার
সেবার নামে চলে যেখানে স্বার্থের কারবার ।
নিয়ে ভোট ভুলে যায়, জনের অঙ্গীকার
পরে যত দফা-রফা চাকর আর সরকার ।
সরকারি হাসপাতালে দ্যাখো বেহাল দশা
এই সুযোগে বেসরকারিতে রমরমা ব্যবসা ।
দেউলিয়া মিল গুলো যখন নিলামে উঠে
ফুলে-ফেঁপে বহুগুণ বেসরকারি সুবাদে ।
অব্যবস্থাপনার করাল গ্রাসে সরকারী প্রতিষ্ঠান
দিনে দিনে করছে শেষ, সরকারী লোকজন ।
অথচ বেসরকারিতে এগিয়ে, হচ্ছে দেশের উন্নতি
তাই জন স্বার্থে দাবি, সরকারী হোক বেসরকারি ।।