কৃষিকাজ এতটা সহজ না বরং ঝুঁকি  
উদ্যোক্তা-খামারি যে নামেই ডাকি ।

প্রতিকূল আবহাওয়ার সাথে যুদ্ধ করে
গায়ে খেটে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে
যারা ফসল ফলায় মাঠে
তারা ন্যায্য মূল্য পায়নি কোন কালে !

দেশে এত এত সরকারি মাঠ কর্মচারী
সত্ত্বেও কেন আকাল কৃষি ?
মুখ থুবড়ে এখাতে অর্থনীতি !
অনেকটা নিয়ন্ত্রণ হীন এই কৃষি !

খুব আরামেই থাকে মধ্যস্বত্ত্ব ভোগী
ব্যবসার নামে শুধু ফন্দি !
নেই আইনে কোন জবাবদিহি
তাই ভোক্তারাও জিম্মি !
লোকসানে দিন গোনে খামারি
অথচ ভোক্তার পকেট কেটে মধ্যস্বত্ত্ব কোটিপতি ।

উৎপাদক হতে ভোক্তা, যদি পায় সরাসরি
মিলবে কৃষকের মুক্তি
প্রয়োজন আধুনিক জনবন্ধব প্রযুক্তি
সাথে সরকারি নজরদারি
পাবে কৃষক ন্যায্য মূল্য ও স্বস্তি
বাড়বে দেশে উদ্যোক্তা-খামারি ।।