এই পৃথিবীটা হোক সব মানুষের
যেখানে রবে না ভেদ জাতি-ধর্মের।
কেউ হিন্দু, আবার কেউ বৌদ্ধ
খ্রীষ্টান, মুসলিম সব মানুষ তো
কে কালো আর কে ধলো
এই বিভেদ তোমরা কেন করো
সকলের ধমনীতে বহে যে রক্ত
তার রঙ কি সাদা আর কালো ?
ধর্ম যার, থাকুক তাঁর অন্তরে
কর্মই আসল, সেখানেই নড়বড়ে
ঋষি, পাদ্রী, মৌলবী সবাই ঠিক
ব্যবহারে বুঝা যায় কতটা ধার্মিক।
বিশ্বে মানুষ আট শত কোটি
আছে নানা জাতি, ধর্মের গোষ্টি
সভ্য সমাজেও কত ভাগ দেখি
কবে হবে বন্ধ হিংসা-হানাহানি ।
এসো মানুষ পরিচয়ে বিশ্ব গড়ি
যেখানে রবে ভ্রাতৃত্ব, সাম্য, মৈত্রী
অমানুষ জীব যেন, না দেয় গালি
তাই বিদ্বেষ ছেড়ে এক হয়ে চলি ।
সৃষ্টির সেরা মোরা, নই জানোয়ার
আসল পরিচয় মানুষের ব্যবহার ।।