জনতাই শক্তি, আন্দোলনে মুক্তি
নানা জনে নানা উক্তি
কেউ করে কটূক্তি !
হয়তো মতাদর্শে বিভক্তি
কারো আছে জনতায় স্বস্তি
বাস্তবতায়, এটা কতটুকু সত্যি ?
এই পঞ্চাশে, জনগণ গেল কত আন্দোলনে
তাতে কি মুক্তি মিলেছে ?
বরং ধনী-দরিদ্রে ব্যবধান বেড়েছে
অত্যাচারের মাত্রা ছুঁয়েছে
বিচারের বাণী নীরবে কেঁদেছে
দুর্নীতিতে বিশ্ব রেকর্ড গড়েছে
এখনো ভোটের দাবীতে রাজপথে হাটছে
সবাই জনগণ নিয়ে খেলছে !
যারা জনগণের আমানত লুটে পুটে খেয়েছে
ডাকছে তারা আবার হাতছানি দিয়ে
যারা খাচ্ছে, ক্ষমতায় বসে
তারাও টানছে নানা অজুহাতে
“গণতন্ত্র” নামক মুলা ঝুলিয়ে দিয়ে
যত অঙ্গীকার জনগণ নিয়ে !
এভাবে সবাই মিলে দিচ্ছে ধোঁকা
ভাবছে জনগণ বোকা !
চলছে জনগণের মহড়া
শক্তি দেখাতে দলে টানা হেঁচড়া
মরবেও জনগণ, কি মজা !
যেন জনগণ রাজনীতির বলির পাঁঠা !