জেনে রেখো, এই কথাটি ধ্রুব সত্য-
"প্রত্যেক মানুষ তার স্বপ্নের সমান বড়" ।

জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখেছি যত
বাস্তবেও সম্ভব, হতে তার মত
যদি সেই সংকল্পটা দৃঢ় হয়
স্বপ্নে নয়, ইচ্ছাটা বাস্তবে হবে জয় ।

কত শুনেছো গুণী কাহিনী
তাদের কারো ছিলোনা অলৌকিক শক্তি
গরীব-দু:খীর ঘরে জন্ম নিয়ে
শুধু পরিশ্রম বলে, কেউ রাজা-মন্ত্রী ।

যে পায়নি একদা আহার এক বেলাতে
কত দিন গেছে, শুধু পানি পান করে
আজ তিনি ধনে, মানে কত কি
এ সব কিছুই অধ্যবসায়ের ফলশ্রুতি ।

জগতে কোন কাজই তুচ্ছ নয়
যদি একাগ্রতার সাথে করা যায়
আসুক যতই বিপর্যয়
জীবনে একদিন তার আসবে বিজয় ।।