বঙ্গের বন্ধু তুমি, ছিলে ত্রাণ দাতা
জন্মদিনে তোমায় স্মরণ, হে জাতির পিতা
শিশু দিবসে জন্ম তোমার, কোমল মতি মন
শিশুরা ও কবিতা লিখে করছে তোমায় স্মরণ
এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে
মুজিব তুমি জেগে আছ, সব শিশুদের অন্তরে ।
কোটি বাঙালির অনুপ্রেরণা, হয়ে ধ্রুবতারা
বিশ্ববাসীর কাছে তুমি অবিসংবাদিত নেতা
বাঙালিরা ছিলো পরাধীন, বহু কাল ধরে
তুমি করলে মুক্ত তাদের, স্বাধীনতা দিয়ে
রাজনীতির কালপুরুষ, তুমি শেখ মুজিব
জন্ম দিনে তোমায় সালাম, হে চিরঞ্জীব ।।