ফরজ নামাজ শেষে দুই হাত তুলে
মহান পরওয়ারদেগারের কাছে
জানাই আকুল মিনতি
হে দয়াময়, ক্ষমা কর মোরে ।
প্রত্যহ মেতে আছি পাপের রাজ্যে
নেই কোন খেয়াল, কাল কি হবে
করছি শত গুনাহ, সব জেনে শুনে
এমনি যাচ্ছে চলে মোর জীবনে ।
একটু হুশ হলেই তোমার চরণে
নামাজে গিয়ে, সেজদায় পড়ে
ডাকি ওগো প্রভু, ক্ষমা কর মোরে
নইলে হব শেষ, তোমার গজবে ।
হে ক্ষমাকারী, প্রার্থনা কবুলকারী
তোমার কাছে আমি দয়ার ভিখারী
পাপ করেছি জীবনে, রাশি-রাশি
হিসাব নিলে হব, নিশ্চয়ই দোষী ।
সেই ভয়ে আজ তোমাকে ডাকি
মাফ কর মোরে, ইয়া এলাহি
আছেন যে প্রিয় বন্ধু, নবী আপনার
তাঁর উসিলায় কর ক্ষমা, হে পরওয়ার ।।