জ্ঞানে আর দানে কর
যত ইচ্ছা প্রতিযোগিতা
নেই গুনাহ যেথা
করলেও হিংসা ।
লোক দেখানো নয়
বরং আল্লাহকে খুশি
থাকে যদি এই ঈমান
কর দান, হও জ্ঞানী ।
বোখারী-মুসলিমে আছে
দুই জায়গায় হিংসা চলে
এলেম এবং দানে
যেথা কল্যাণ মানবের তরে ।
কেউ করলে কিছু দান
পারলে তুমিও কর সমান
হবে না কোন পাপ
পাবে প্রতিদানে সওয়াব ।
তদ্রূপ জ্ঞানের ক্ষেত্রে
নেই হিংসায় পাপ
মানুষের কল্যাণে
পাবে বহুগুণ সওয়াব ।।