কেউ রাখেনা আজ তাঁদের খবর
যারা অকাতরে বিলিয়ে দিয়েছিলো প্রাণ
শোষণহীন, ক্ষুধা-দারিদ্রমুক্ত
স্বাধীন-সার্বভৌম একটি দেশের জন্য ।

বছর ঘুরে শুধু একটি দিনে, একটু স্মরণ
এভাবেই চলে, যত আয়োজন
এতটুকুই কি প্রাপ্য ছিল,
একজন দেশ-প্রেমী শহীদের মরণ ?

যারা অর্থ-শ্রম দিয়ে গড়েছে প্রতিষ্ঠান
কোন বিনিময় নেয়নি তাঁরা বরং
বহু কষ্ট বেদনায় গড়া ওই সব নির্মাণ  
ভুলতে বসেছে প্রজন্ম সেই অবদান ।  

তাঁদেরও নেই কোথাও মূল্যায়ন  
অথচ সেই সব বিদ্যাপীঠের জ্ঞানার্জন
আজকে দেশ ও জাতির এই অভূতপূর্ব অর্জন
নেই তাঁদের জন্যও একটু স্মরণ !  

সত্যি আমরা অভাগা-অকৃতজ্ঞ !  
শুনে মনে হবে, অবিশ্বাস্য !
গুণীদের কদর হয় না দেখে  
আজ গুণী জন্মায় না, এই দেশে ।

এখন দানের ভিতর যত স্বার্থের করবার  
কিছু দিয়ে, করে অযাচিত প্রচার  
অথচ নিঃস্বার্থে যারা, করে গেছে দান
কেউ তাঁদের, আজ রাখেনা খবর  ।।