মুখে যতই বলি, স্বাধীন
আসলে মোরা সকলে অধীন
কোন না কোন নিয়মে
রীতি, ধর্ম, দেশের আইনে !

তবুও মুখে বলি স্বাধীন
কেননা স্বাধীন ভাবে চলা
বলা, করা মনুষ্য স্বভাবের প্রকৃতি
যাতে পাই একটু তৃপ্তি ।

কেউ পরিবারের অধীনে
মা-বাবার সোহাগ-আদর-শাসনে
আবার কেউ বড়দের অধীনে
ঘটে চলে সকলের জীবনে ।

চাকরি, সরকারি কি বেসরকারি
সেখানেও কেউ নই স্বাধীন
হউক তিনি বস্ বা সরকারি ঊর্ধ্বতন
তিনিও কারো না কারো অধীন ।

আবার কেউ হতে পারে মন্ত্রী
অথবা দেশের প্রধান মন্ত্রী
তারাও থাকেন জনতার অধীন
আসলে মোরা কেউ নই স্বাধীন ।।