স্বপরিবারে ১৭ হত্যা ! এখনো শিউরে উঠি !
এমন নির্মম হত্যাযজ্ঞ জগতে কেউ দেখেনি !
এরা সবাই কি ছিল অপরাধী ?
ইতিহাস কখনো দিবেনা ওদের দায়মুক্তি ।
পুরো ঘটনাই ছিল পূর্ব-পরিকল্পিত
যেন সিনেমায় সাজানো গল্পের মত
নাটের গুরু প্রিয় ভাজন জুনিয়রদের দিয়ে
পথের কাটা উপড়ে ফেলে সু-কৌশলে !
হঠাৎ ভোর রাতে সাঁজোয়া ট্যাঙ্কের বহর
ধানমন্ডির ৩২ নম্বর
ঘিরে ধরে চলে মুহুর্মুহুঃ গুলি !
আতঙ্কে পরিবারের সবাই চারিদিকে ছুটাছুটি
প্রথমে শেখ কামালকে গুলি !
এরপর একে একে বঙ্গবন্ধু, বঙ্গমাতা !
পরিবারের সকলকে ধরে ধরে হত্যা !
কি দোষ ছিল শিশু রাসেলের ?
রক্ষা পায়নি অন্তঃসত্ত্বা !
খুনিরা তাকেও করল নির্মম ভাবে হত্যা !
চলে আনন্দে হত্যার ভয়ংকর মহা উৎসব !
এভাবে সবাইকে মেরে ছাপ !
কোন দিন ভুলবে না জাতি
১৫ ই আগস্টের সেই ভয়াবহ স্মৃতি !
তবুও সেই দিনটি আজ কার জন্য স্বস্তির
আর কার কাছে বেদনার !
শোকাবহ ১৫ আগস্ট দিনটিকে ধরে
উৎসব পালন করে ওরা খুব আনন্দ চিত্তে !
প্রত্যেকের জন্মের তারিখ একটি
অথচ তাদের প্রিয়জনের তিনটি !
মজা করেই করে ১৫ই আগস্টের দিনটি !
মৃত্যু হলে সেটাও কর, বঙ্গবন্ধুর জন্মের দিনটি !!