দেশটি গণপ্রজাতন্ত্রী, হয়তো ভুলে গেছি !
ছিলো বহু রথী-মহারথী !
ভাবত নিজেকে যেন কি !
যাদের পতনের শেষ দূর্বিসহ ছবি,
এই মানুষই সাক্ষী !
চারিদিকে শুধু চাটুকারি আর চাটুকারি !
পারিবারিক তন্ত্র-মন্ত্র, তৈল মর্দনে
কেউ বোঝেনি, কোনটি গণ দাবি !
দুর্নীতি, স্বজনপ্রীতি, যা ইচ্ছে রাজনীতি !
সব রথীর এক নীতি !
সাথে পুলিশের চরম বাড়াবাড়ি !
ভোগ-বিলাস, বিত্ত-বৈভবে যখন কেউ ডুবে থাকি
চোখে পড়েনা, বাইরে কত সুন্দর প্রকৃতি
বরং ক্ষণিকের বাহাদুরি
করতে গিয়ে সেই প্রকৃতির কাছেই ধরাশায়ী !
অতীত থেকে কেউ শিক্ষা নেয়নি !
লোভ-লালসায় ভরা, কেউ সর্বগ্রাসী !
“লোভে পাপ, পাপে শাস্তি”
পুঁথির এই অমর বাণী
কত বার যে পড়েছি, আর লিখেছি
বাস্তবে কতটুকু পেরেছি ?
আত্ম-সমালোচনা খুব জরুরী
এটা নেই বলে, ধরায় যত ক্ষমতা ধারী
বিত্তশালীর করুণ পরিণতি !!