নগ্ন স্বাধীনতার নামে কতক ব্যক্তি
ইচ্ছে মত ভার্চুয়ালে করে লেখালেখি
বাক্ স্বাধীনতার দিতে হবে মুক্তি
নইলে করব ছারখার বিশ্বব্যাপী ।
স্বাধীনতাকে পুঁজি করে এই সব ব্যক্তি
মিথ্যা গুঁজবে ব্যস্ত প্রত্যহ দিবা-নিশি
এতেই ক্ষান্ত নয়, এই স্বাধীন পাপাচারী
দেশের নামে রটায় যত কল্প কাহিনী ।
ফেসবুক এই জামানার গুজবের সম্প্রচার
যেখানে বসে ওরা, সদা করে মিথ্যাচার
মানুষ গুলো ও বড্ড বোকা, এদের কাছে
যাচাই না করেই নাচে, গুজবের তালে ।
স্বাধীনতার নামে নগ্ন বেহায়া
অর্বাচীন সভ্যতার ধ্বজাধারী
তাই মেতেছে আজব নেশার ঘোরে
শিষ্টাচারের বালাই তোয়াক্কা ভুলে ।
স্বাধীনতার প্রকৃত অর্থ যে কি
তা জানে না. এই স্বাধীন স্বেচ্ছাচারী
স্বাধীন ভাবে বলতে গিয়ে সমাজ ও দেশের
মানুষকে করে তোলে সংঘাতের মুখোমুখি ।
অবশেষে ধরা খেয়ে স্বাধীন স্বেচ্ছাচারী
দেশের প্রচলিত আইনে হয় বন্দী
তারপর যথা নিয়মে বিচারের মুখোমুখি
নগ্ন স্বাধীনতার নামে পেতে হয় শাস্তি ।।