কুল মাখলুকের নবী যিনি
তিনি সকল নবীদের নবী
সোনার চেয়েও কোটি গুণে দামি
সে যে আমার প্রাণের প্রিয় নবী
শুকরিয়া তব আল্লাহর কাছে
তাঁর উম্মত হতে পেরেছি ।
কেন ওফাতের বহু বছর পরে
তাও হাজার হাজার মাইল দুরে
কেন একটু সান্নিধ্য পেলামনা তাঁর
তব ধন্য হত এ আশিক হৃদয় ।
তোমার বিরহে আমি এক পাপি
শয়নে স্বপনে শুধু তোমাকে ভাবি
দেখা দাও হে উম্মতের কাণ্ডারি
কবুল করো মোরে ইয়া ইলাহি ।
মাশুকের লাগি আশিক হয়ে আমি
হৃদয় দিয়ে যখন দুরুদ পড়ি
পাগল পারা হয়ে দরিয়া ভাসি
কি যে স্বাদ জাগে যেন তোমাতে মরি ।
মৃত্যু কখন হবে, কেউ জানি না
রবের তরে তাই আকুল প্রার্থনা
স্বপ্নে দেখাইও তোমার প্রিয় নবীকে
আর সাফায়াত নসীব কর কাল হাসরে।।