সাহেব, এখন করে মোসাহেবি
নিজের মুরদ নেই, দেয় অন্যের দোহাই
দালালিতে হর-হামেশাই
আবার মশকরাও করে
ভাবছো তুমি, না জানি কি !
মাস্তানি কর, আছে দলবল ?
তবে গর্তে বসে কেন হনু ?
বেরিয়ে এসো লোকালয়
সব কুফার লোকের নিয়ে, দেখাও ভয়
ইতিহাস পড়নি, হায়রে পণ্ডিত !
ভীরু কাপুরুষ !
গাঁয়ে মানে না, আপনি মোড়ল !
কবে কোথায় করেছিল কাজ
সেই গর্বে চলে, মোসাহেব আজ
আমার আমার করে সব
নিজে রাখে না, নিজের খবর
কার ঠেকা আছে
ডাকলে দেখবে, পালাবে সব !
মোসাহেবি-তে বাহবা সবাই
দালালি-তেও কম নয়
চামচামি-তে বেশ-তো চলে
এভাবে সাহেব জীবন কাটায় ।।