ওহে মুসলিম, কেবল ক্ষমতার জন্য
মসজিদ কে বানিয়োনা রাজনীতির ঢাল !
মসজিদ সে তো আল্লাহর ঘর, পবিত্র স্থান
আল্লাহর পক্ষে তাই মোয়াজ্জিনের আহবান
হাই আলাস্ সালাহ্ -এসো নামাজের জন্য
হাই আলাল্ ফালাহ্ -এসো কল্যাণের জন্য ।
শুক্রবার-জুম্মা বার, অনেক খুশির উপহার
মিলেমিশে সকল মুসলিম আনন্দে একাকার
আরও পেয়ে মহা খুশি, বৃহৎ জামাত
জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম ।
কয়েক হাজার মুসল্লি যখন নামাজরত
কে যেন সাড়া দিয়ে ইশারা অবিরত
ইমামের দুই সালাম শেষ না হতেই...
অমনি চতুর্দিক থেকে লাফ-ঝাপ-চিৎকার
কেউ পিঠের উপরে, কারো গায়ে পা রেখে
বেয়াদবির সীমা ভুলে, দৌড়ে চলে রাস্তায়
মুখে আল্লাহর নাম, সাথে গালি শতবার
আজ যেন ঢাকা শহর, হবে বুঝি ছারখার ।
ক্ষমতার মালিক যে, এক আল্লাহ
তাও ভুলে গেছে, যত ক্ষমতার কাঙ্গাল
তাই নিজেদের স্বার্থে, এরা করে চলেছে
লোক দেখানো-মনগড়া, ফতোয়া-তাফসীর
সুবিধা নিতে এরা, মসজিদ কে ব্যবহার
বহু করেছে, তবে হয়নি সফল কোন বার
দেখে বুঝবে না কেহ, চালাকি কত প্রকার
জায়নামাজে করে আনে লাঠি-কংকর ।
পরিপূর্ণ জুম্মার নামাজ তাই জোটে না ওদের
ওরা যে এ যুগের সেই কারবালার সীমার ।।