একদা যার ক্ষেতের ফসলে চোখ জুড়াতো
ব্যবসাও ছিলো মোটামুটি ভালো
হঠাৎ সর্বনাশা বন্যায়, সব কেড়ে নিলো !
ঘুরে দাঁড়াতে কত চেষ্টাই না করেছিলো ।

তবুও পারেনি, ঋণে ধরা খোকার বাবা
সংসার যেন তাঁর আর চলে না
তারপরেও ধরেছে, এক কঠিন ব্যাধিতে
এখন নিরুপায় খোকা ও বোনেরা ভাবে
হবেনা লেখাপড়া, এই অভাবের সংসারে
বাধ্য হয়ে খোকা ছোটে, রুজির সন্ধানে।

মধ্যবিত্তের জীবন মানে. এটাই বাস্তবতা !  
যেখানে করে না কেউ এতটুকু সহযোগিতা
করলে খোকা সহ বোনদের লেখাপড়া
চালিয়ে উচুতে উঠতো দেশের মান মর্যাদা ।