বেশির ভাগে গণতান্ত্রিক রাষ্ট্রে
বিভক্তি যেন এখন জনে জনে
শ্রেণী বৈষম্যে আজও নিম্ন বিত্ত
বুক ফেটে যায় মধ্যবিত্ত ।

পুঁজির অভাবে মন্দা ব্যবসা
নয়তো সামান্য জমি জায়গা
অথবা ছোট বেতনের চাকরিটা
যেখানে মধ্যবিত্তের ঠিকানা ।

চক্ষু ছানা বড়া বাজারে গিয়ে
পণ্য কিনতে কখনো খালি হাতে ফিরে
মধ্যবিত্ত মরে অনাহারে
নিত্য অভাব যাদের সংসারে ।

সমাজে দেশের এই প্রতিচ্ছবি
হয়তো কেউ প্রতিবেশী
মুখ না খোলা, যাদের রীতি
অল্পে তুষ্ট, শুধু মধ্যম শ্রেণী ।।