কষ্টে থাকি, তবু বলতে পারিনা
এমন অসহ্য জীবন আর সয়না
মধ্যবিত্ত মানুষ আমরা যারা
না পারি নামতে নিচে, কি আর করা !
কখনো উপোষ, কখনো চিঁড়া
গুড় ! তাও বাজারে অনেক চড়া !
দ্রব্যমূল্যে যখন দিশেহারা
মাংস ! সেটাও ছেড়ে দিয়েছি খাওয়া !
নিজের না হোক, ছেলে-মেয়েরা
ওদের আবদার, তাও পারি না
চায় না তেমন কিছু, একটা জামা !
সেই কবে দিয়েছি, মনে পড়ে না
তবু সেটা দিয়েই চলছে ঘষা-মাজা !
নিজের টাও জোড়াতালি মারা !
চারিদিকে বড় বড় অট্টালিকা
দেশেও লেগেছে উন্নয়নের ছোঁয়া
আমাদের তো চাই না ওসব কিছু
যদি দ্রব্যমূল্যে থাকে একটু নিচু !!