ভোর হতে তড়ি ঘড়ি অফিসে যাওয়া
রাত আটটার দিকে আবার ফিরে আসা
সারা দিন খাটুনি, এটা-ওটা
সামান্য ভুলে, বসের কটু কথা
তবুও টিকে থাক চাকরিটা
নইলে পরিবারে, নামবে ঘনঘটা ।
মধ্যবিত্তের জীবন মানে অভিশাপ
বাজারে দ্রব্যমূল্যের উত্তাপ
গোনা টাকা দিয়ে বাজার সদাই
নুন আনতে তাই পান্তা ফুরায়
মাস শেষ না হতে যখন পকেট খালি
কষ্টের সেই কথা গুলো কিভাবে বলি।
অসুখে ধরলে পরে কি আর করা
ধার-কর্জ দিয়ে, চলে চিকিৎসাটা
বছর ঘুরে এভাবে মধ্যবিত্তের জীবন
রাষ্ট্র যাদের করে না একটু স্মরণ ।।