সমাজে যারা মধ্যবিত্ত
অভাব তাদের নিত্য
মুখ বুজে সয় কষ্ট
খানিকটা অভিমানী সত্য ।
শত সমস্যায় জর্জরিত
তবু হাত পেতে নয় অভ্যস্ত
চলছে দিন দিব্য
জানে না কোথায় গন্তব্য ।
খাদ্য মৌলিক অপরিহার্য
যেটা রাষ্ট্র দিতে বাধ্য
কিছুটা পায় নিম্ন বিত্ত
শুধু চেয়ে চেয়ে মধ্যবিত্ত ।।