মায়ার পৃথিবী মাটির রাজ্য, যত লোভ-লালসায় পরিপূর্ণ
স্বর্ণ-রুপা-মনি-মুক্তা-হীরা, সবি এই মাটি থেকেই উৎপন্ন
দুই দিনের এই ক্ষণেক পৃথিবী, মানুষ বানিয়েছে অমরাবতী
উন্মাদ হয়ে ছুটে পিছে তার. কেবল দুনিয়াদারি দুনিয়াদারি
এই পৃথিবী নয় আসল ঠিকানা. চলে যেতে হবে একদিন
যেখানে রবে চিরকাল ধরে, ফিরবেনা আর কেউ কোন দিন
তবুও মানুষ ভবের মায়ায়, কত কি করে অজানা নেশায়
মিছে দুনিয়ার মায়া ভরা জালে, কিভাবে যেন জড়িয়ে যায় ।

আল্লাহ ভীরু কতক বান্দা যারা, লোভ-লালসায় না পড়ে
নিজেকে দিয়েছে বিলীন করে, তাঁর রাস্তায় মশগুল থেকে
দুনিয়াদারি তারাও করেছে, না ডুবে কেউ ঐশ্বর্যের ভিতর
আমরা ভাবি এটাই বুঝি সবি, আসলে তা যে তাসের ঘর
মাটির মায়া অন্ধ করে রেখেছে, ভূলায়ে দিয়েছে পরকাল
যে কালেতে ছিলাম সবাই, আবার থাকতে হবে অনন্তকাল
রঙ্গিন জীবন সাজানো বাসর, কিছুদিন যায় স্বপ্নের মতন
হঠাৎ জমদূতের আগমনে, শেষ হয় সব বিলাসী জীবন  ।

ক্ষণেক সময় সুখের নেশায়, কত কি গড়ি অর্থ-কড়ি ব্যয়
বিদায় বেলায় সবি পড়ে রয়, যা ছিল তার জীবনের আয়
আসল উপার্জন না করে মানুষ, ধোঁকার পিছে ছুটে সার
আপনজন যারা পেয়ে সর্বস্ব, ভুলেও যায় কিছুদিন পর  ।।