অশান্ত পৃথিবী, হৃদয়হীন মানুষ, স্বার্থের লড়াই !
মিশে একাকার, কোথাও যেন নাই এতটুকু ঠাঁই
শান্তির খোঁজে অসহায় এখন, ছুটে দিগ্-বিদিক
সভা-সংলাপ, মিছিল-প্রতিবাদ চলছে সবি ঠিক !
তবু আসেনা শান্তি, হয়না শান্ত ধরার এ পৃথিবী !
কোথায় তুমি হে ধরিত্রী, বাঁচাও এ বিপন্ন ধরণী !
ভাঙ্গা হৃদয়ের করুণ আকুতি, কোটি কোটি মজলুমের !
দয়া কর, রক্ষা কর, নয়তো শক্তি দাও নিরীহদের !
এক পাপীর কারণে শত ঘর ধ্বংস, এটা কি বিচার !
নিষ্ঠুর প্রহসনে বাঁধা; থামবে না এ অত্যাচার !
যত স্বার্থবাদী-জুলুমবাজ যুক্ত এখন এক কাতারে !
প্রতিবাদী হলে অমনি এসে ধরবে গলা টিপে
নয়তো অবরোধ, পরে জোট বেঁধে করবে ছারখার
এমনি হচ্ছে সব শেষ, রবে না কেউ বাকি আর !
তবে সংঘের দোহাই কেন? এসব পাতানো আয়োজন
সালিশী, তদন্ত কমিটি, সবই তো তাদেরই লোকজন
জুলুমের বিচার তাহলে কি নেই? আছে তবে তামাশার !
মনগড়া যত কথাতে ব্যস্ত, দারুণ সব কারবার
নেই শাসন, নেই বিচার, কি অদ্ভূত এক শয়তানী !
তাই অসহায় কাঁদে, অভিশাপ দিয়ে, ধ্বংস হোক পৃথিবী !!