বাংলা আটই ফাল্গুন, বৃহস্পতিবার
ভাষার জন্য দিল প্রাণ, সালাম-জব্বার
রফিক-শফিক-বরকত-অলি-আওয়াল
স্মরিবে তোমাদের বাঙালি চিরকাল ।

মায়ের ভাষা, সে তো প্রাণের ভাষা
সেই ভাষার দাবিতে তোমরা
দিলে অকাতরে বিলিয়ে প্রাণ
এভাবেই হয়েছিলো রক্ষা বাংলার মান ।

কত বেদনা আছে মিশে এই দিনটিতে
করিনা স্মরণ তোমাদের আটই ফাল্গুনে
তোমরাই দ্যাখালে পথ আন্দোলনে মুক্তি
যে প্রেরণায় পাই সাহস-শক্তি ।

বাঙালিরা এখন আলট্রা মডার্ন
তাই ভুলে গেছে আটই ফাল্গুন
বাংলা মাস নাকি গেঁয়ো, এমন অজুহাতে
ভাষা দিবস পালিত হয় ইংরেজি মাসে ।

কিসের এত ইংরেজি পিরিত সুশীল সমাজে
অর্থ আর মোহে বাঙালিয়ানা ছেড়ে দিয়ে
একদিন বলবে দেখো, বাংলিশ সাহেবে
বৃথাই মরণ ছিলো, ভাষার আন্দোলনে ।।