মহান সৃষ্টিকর্তাকে দোহাই দিয়ে
আমরা কত কিছু আবেগে বলি
এর কতটুকু ন্যায্যতা, কখনো কি ভাবি ?
শুধু পরের বেলায় দাঁত কপাটি'
ইচ্ছে হলো আর ধমাধম গালি !
গজবে পুড়ে ছারখার হবি !
ভিন্ন জাতি বলে কত ভর্ৎসনা করি !
শুনলে মনে হয় সৃষ্টিকর্তা শুধু তার-ই ।
এই মহা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি
সকল মানুষ ও জীব তাঁরই সৃষ্টি
কেউ ভাবেন আমরা তো ইসলামি
তাই খোদা শুধু আমাদের-ই
অথচ ভিন্ন নামে তাঁকে ডাকে যারা বিধর্মী
তারা কি নয় তাঁর সৃষ্টি ?
যিনি সুনিপুণ ভাবে গড়েছেন পৃথিবী
এবং মানুষের অতি সুন্দর আকৃতি
অত:পর আত্মা দিয়ে এই মায়ার পৃথিবী
সাথে কত রিজিক, সব তাঁর সৃষ্টি
সেই স্রষ্টার নেই কোথাও দরদের এতটুকু কমতি
সব মানুষ যে, তাঁর অতি আদরের সৃষ্টি ।
কারোর প্রতি ক্ষুব্ধ হয়ে না দিই গালি
বরং ধৈর্য ও ক্ষমা দিয়ে ভুবন গড়ি
বিনিময়ে দুটি পুরস্কার পাবে বৈকী
দুনিয়াতে সম্মান ও আখেরাতে মুক্তি ।।