সামনে ভয়ংকর এক বিদঘুটে ঘোর
শক্তি গুলোও হয়ে গেছে বড্ড কমজোর
আগের মত নাচে না দেহ-মন
তবু যেতে হবে, তাই পণ আমরণ ।
তামাশা-নাটক অনেক দেখেছি
প্রাপ্যটা যা না, তার চেয়েও পেয়েছি
অনাদর-অবহেলা সব কিছু সয়েছি
চরম মিথ্যাচারেও ডুবেছি
তবুও ওদের দোষ দিই না আমি
কারণ নির্মম ভাগ্যের কাছে আমি বন্ধি ।
সময়টা মোটেও অনুকূলে না
চেষ্টা করে যাচ্ছি, ভবিষ্যৎ জানিনা
সতর্ক থেকেও ভয় হয়
না জানি কখন কি ঘটে যায়
শোধরাতেও লাগে সময়
চেয়ে আছি আগামীর প্রতীক্ষায় ।।