ক্ষণেক সময় রাজত্বের নেশায়
কত যে জীবন রসাতলে যায়
জীবনের মূল্য দিবে কি সে জন
যার হারায়নি স্বজন, মরেনি সন্তান
একটি জীবন পারে গড়তে হাজার জীবন
সে জীবন কারিগর, কোথায় পাবো তার ।
শিক্ষা এখন শিক্ষকের রমরমা ব্যবসা
পণ্ডিত-ওস্তাদ-মাস্টার মশাই করেনি এরূপ নেশা
অর্থের কাছে বন্দি এখন, শিক্ষা হয়েছে সস্তা
নীতি শিক্ষা ভূলে গেছি, তাই আদর্শের নেই পাত্তা ।
প্রতি কাজেই সতর্কতা, সাথে নিয়ে আশীর্বাদ
সাবধানের নেই মার, ভূলে যত বরবাদ
ভাটিতে উজান টানা নৌকার মাঝি
সেই জানে কত কষ্ট, স্রোতের বিপরীত ।
জীবন নয় ফুলশয্যা, জানি সকলে
তবু ও যেন অবুঝ মন, বোঝেনা কিছুতে
কষ্টের সাথী না পেয়ে বেদনাতে ভাসে বুক
সরল মনে জিজ্ঞাসা, কোথায় আছে সুখ ।
সুখ হলো মনের তৃপ্তি, থাকে সততায়
সত্য সুন্দর পথে তাকে পাওয়া যায় ।।