মানব জীবন এক দুর্ভেদ্য প্রাচীর
যা অতিক্রম করা শুধু না কঠিন
দুঃখ-কষ্ট-সুখ নিয়েই তো জীবন
বাদ দিলে সে কিসের মানুষ
আগে হোক পরে নিতে হবে তার ভার
তবেই তো মানুষ মোরা, নই কিছু আর
ব্যতিক্রম কিছু মানুষের ভাগ্যে জোটে
আরাম-বিলাস-সুখ, সেই জন্ম থেকে ।

লড়াই, সংগ্রাম কত না দুঃখ সয়ে
তবুও এগিয়ে চলা, ক্ষণেক সুখের সন্ধানে
অনেকে পারেনা এটা তার দুর্বলতা
সবাই সমান হবে এমনটি নেই কথা
না-পারা কথাটিতে একমত, সকলে নয়
বিজয় ছিনিয়ে নিতে- একদল মানুষ
দিনের পর দিন চেষ্টা করে গড়ছে দালান,
প্রাসাদ, রাজত্ব; এভাবে বদলে নিয়ে জীবন ।

সেটাও বা করতে পেরেছে ক’জন,
মানুষের এই পৃথিবী আজকের নয়
চলছে তো চলছে, সেই থেকে
গণক বাবু, গুনে- কি যে বলে
তামাশাও করে, বোঝে ক’জনে
দুর্বল-বোকারা ঠকে সহজ চালকিতে
চালাকিকে গুন বলো, দেখেছো পরিণাম
যে করে চালাকি, পরে বোঝে জ্বালাকি
তোমার ও ধন যাবে সে পথে
যে পথে করেছো আমদানি ।

গল্প নয় বাস্তব, স্বপ্ন নয় সত্যি
ক’জন আছে এমন পরিশ্রমী ব্যক্তি
পরিশ্রমে আনে সুখ, ঘোচায় সকল দুঃখ
যে কথাতে অটল থেকে করতে হয় কষ্ট ।  

কষ্টের মূল্যে গড়া সম্পদ, হউক সীমিত
তাতেই আনে সুখ, শান্তি দেয় নিত্য  ।।