চলো সবাই দেশের জন্য কিছু করি
ভেদাভেদ ভুলে করি জাতির উন্নতি
যা পারি, যে-যা, যতটুকু পারি
তাই দিয়ে প্রিয় দেশটাকে গড়ি
এসো সবাই হাতে হাত ধরি
হিন্দু,মুসলিম,খ্রীস্টান,বৌদ্ধ উপজাতি।
চলো ওদের হুশিয়ার করি
যারা ক্ষমতার জন্য করে নোংরা রাজনীতি
মানুষ নিয়ে হলি খেলা, এ কোন নীতি
আমিও বাঙালি, তুমিও বাঙালি
তবে কেন করি, এই হানাহানি?
বিবেক, ধর্ম থেকে কি এটাই শিখেছি?
রাজনীতির এই দুষ্ট চক্রে দেশে আজ দুর্গতি
চলো আজ মন থেকে দূর করি দলাদলি।
ধর্ম নিয়ে এক শ্রেণী, করছে বাড়াবাড়ি
স্পষ্ট নিষেধ যেটা, বিদায় হজ্জের বাণী
তবুও অপব্যাখ্যা দিয়ে কিছু কাঠ মৌলবী
অবাধে করছে শেষ বাঙালিদের সম্প্রীতি
এসো আজ সবার জন্য বাসযোগ্য সমাজ গড়ি
যেখানে প্রজন্ম খুঁজে পাবে, একটু শান্তি।
ক্ষণেক স্বার্থে গড়া এই নশ্বর পৃথিবী
কে আগে পরে যাবে, কেউ কি জানি?
শ্রেষ্ঠ জীব মোরা মানুষ হয়ে জন্মেছি
কর্মটা তাই যেন, হয় মোদের স্মৃতি
চলো মানুষের জন্য কিছু করি
দ্বিধা-দ্বন্দ্ব ভুলে,সকলে এক হয়ে চলি ।।