মৃত্যু চিরন্তন, প্রত্যেকের হবে একদিন
সদা প্রস্তুত থাকে, যারা কামেলে মুমিন
আমি মুখে ঈমানদার, হিসাব ছাড়া পাপী
তাই অনিবার্য সত্যটাও যেন ভুলে গেছি।
মৃত্যু থেকে কেউ পায়নি-পাবেনা রেহাই
বাবা-মা পূর্ব পুরুষ, কেহই আজ নাই
সবাই গেছেন চলে, এ ভবের মায়া ছেড়ে
আমিও হব যাত্রী তাঁদের, হুকুম তামিল হলে ।
নির্দেশ পেয়েই হাজির হবে, মালাকুল মউত
দিবে না একটু সময়, শোধরানোর সুযোগ
তাই মিনতি আল্লাহর কাছে, হে দয়াময়
মৃত্যুটা দিয়ো আমায়, নামাজরত অবস্থায় ।।