রাস্তার ধারে দাঁড়িয়ে ভিখারী
তাঁর রিক্ত হাতটি বাড়িয়ে দিয়ে
বলে বাবা, আমি অসহায় তাই
এসেছি আপনাদের দুয়ারে
দুটি টাকা সাহায্য দিয়ে
করেন দয়া এই গরীবের
বিনিময় আল্লাহ হায়াতে দুনিয়ায়
অনেক বরকত, কল্যাণ দিবে
শুনে পথিকের কারো হল দয়া
দিল দুই-চার সামর্থ্যের টাকা
টাকা টি পেয়ে আবেগে ভিখারী
হাতটি রেখে পথিকের গায়
বলে বাবা, অনেক বড় হবে তুমি
এভাবে দোয়া যে কত বার ।
এই বিশ্ব টা যেন কেমন সৃষ্টি
প্রশ্ন জাগে মনে বার বার
কিছু লোকের হাতে অঢেল টাকা
আর অন্যের জোটে না একটু আহার
পায়না তারা মাথা গুজার ঠাঁই
তাই রাতের ঘুম হয় রাস্তায়
বিধির বিধান বড় কঠিন
ভেবে না পাই কূল কিনার
দিন মজুরের দিন চলে যায়
নিদারুণ এক কষ্টের ভিতর
হাড়ভাঙ্গা পরিশ্রম করেও সে
পারেনা গড়তে একটু সম্পদ
আর ধনী গড়ে সম্পদের পাহাড়
না দিয়ে শ্রম, ঠকিয়ে সবার ।
এত বড় এই বিশ্ব জাহান
হতে পারেনা তা কিছু লোকের
ভোগ-বিলাসের ও সীমা থাকা চাই
বৃহৎ জন গোষ্ঠীর ভাবনা ভেবে
ধনীদের ধনে আছে অধিকার
দয়া নয় যেটা, প্রাপ্য গরীবের
যাকাত, উশর ইসলামের বিধান
যে নীতির আজ নেই প্রচলন
মুখে ইসলামের দরদী সেজে
কেউবা রাজি জিহাদে যেতে
পাশে গরীব ধুকে ধুকে মরে
সেখানে কারো দরদ নেই
গরীবের জন্য করলে দয়া
হাশরে তে পাবে, তাঁর ক্ষমা ।।